আফগানিস্তানের তালেবান সরকারে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মৌলভি আবদুল কবির। কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
২০২০ সালে যুক্তরাষ্ট্রের সাথে দোহা চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আবদুল কবির। ২০২১ সাল থেকে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা ৭৮ বছর বয়সী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দের স্থলাভিষিক্ত হয়েছেন মৌলভি আবদুল কবির।
৬০ বছর বয়সী আবদুল কবিরের ওপর ২০০১ সাল থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞা ছিল। ১৯৯৬ সালে তিনি তৎকালীন তালেবান সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন আক্রমণে তালেবান সরকার পতনের পর তিনি পাকিস্তানে আশ্রয় নেন।
দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান সোহেল শাহীন বুধবার বলেছেন, ‘তিনি (আখুন্দ) কয়েক সপ্তাহ ধরে অসুস্থ এবং তিনি সুস্থ না হওয়া পর্যন্ত কবিরকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।’
এর আগে আফগানিস্তানের ইসলামিক আমিরাতের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ, আবদুল কবিরের নিয়োগ রুটিন শাসন প্রক্রিয়ার অংশ। কারণ আখুন্দ চিকিৎসাধীন এবং তার বিশ্রামের প্রয়োজন।