তিউনিশিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ এক মাসের জন্য কারফিউ জারি করেছেন। সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত এই কারফিউ চলবে বলে মঙ্গলবার দ্য গার্ডিয়ান জানিয়েছে।
সংবাদমাধ্যটি জানিয়েছে, সোমবার রাতে প্রেসিডেন্টের এই আদেশ জারি করা হয়। এতে কারফিউ চলাকালে এক শহর থেকে আরেক শহরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে জরুরি প্রয়োজনে বের হওয়ার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
অর্থনৈতিক মন্দা ও করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতার কারণে রোববার রাতে প্রধানমন্ত্রী হিচিম মিচিচিকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট সাইদ। পরে বিচার ও প্রতিরক্ষামন্ত্রীকেও বরখাস্ত করা হয়।
প্রেসিডেন্টের এই পদক্ষেপকে অভ্যুত্থান বলে নিন্দা জানিয়েছে বিরোধী দলগুলো। তবে প্রেসিডেন্ট এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।