তিউনিসিয়ার জলসীমা থেকে ৪১টি মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার এক জাতীয় রক্ষী কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা জানান, গত ১০ দিনের মধ্যে দেশটির উপকূলে অভিবাসীদের ডুবে যাওয়া জাহাজ থেকে ২১০ জনের মৃতদেহ উদ্ধার করা হলো। এই স্বল্প সময়ে এতো জনের মৃতদেহ উদ্ধারের ঘটনা নজিরবিহীন।
হুসেম এডিন জেবালি নামের ওই কর্মকর্তা বলেন, মৃতদেহগুলো পচনশীল অবস্থায় ছিল, যা থেকে বোঝা যাচ্ছে যে এগুলো বেশ কয়েকদিন ধরে পানিতে ছিল।
ভূমধ্যসাগর দিয়ে অবৈধভাবে অভিবাসীরা পশ্চিম ইউরোপে প্রবেশের চেষ্টা চালায়। এদের অধিকাংশ আফ্রিকার সাব-সাহারা অঞ্চল, সিরিয়া ও সুদানের নাগরিক। লিবিয়া উপকূলে কোস্টগার্ডের জোরদার অভিযানের কারণে তিউনিসিয়া থেকে সাগর পথে ইউরোপে যাওয়ার প্রবণতা সাম্প্রতিক মাসগুলোতে বেড়ে গেছে।