লা লিগায় আলাভেসের কাছে হারের পর আরেকটি খারাপ খবর শুনতে হলো রিয়াল মাদ্রিদকে। তাদের গুরুত্বপূর্ণ একজন ফরোয়ার্ড এডেন হ্যাজার্ডের চোটের খবর নিশ্চিত করেছে লা লিগা চ্যাম্পিয়নরা। ডান পায়ের ঊরুর মাংসপেশীতে চোট লেগেছে বেলজিয়ান তারকার, তাতে সর্বোচ্চ তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
শনিবার আলাভেসের বিপক্ষে আধঘণ্টাও মাঠে থাকতে পারেননি হ্যাজার্ড। অস্বস্তিকর ব্যথা নিয়ে রোদ্রিগোকে জায়গা করে দেন তিনি। সোমবার এমআরআই স্ক্যানের রিপোর্ট হাতে পাওয়ার পর পেশীর সমস্যা সম্পর্কে অবগত হয়েছে ক্লাব।
২০১৯ সালে চেলসি থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে আসার পর একের পর এক চোটে কাবু হ্যাজার্ড। এ নিয়ে সপ্তমবার চোট পেলেন তিনি। রিয়াল এক বিবৃতি দিয়েছে, ‘রিয়াল মাদ্রিদের মেডিক্যাল টিমের করা পরীক্ষায় আমাদের খেলোয়াড় এডেন হ্যাজার্ডের ডান পায়ে রেক্টাস ফেমরিস মাসলে চোট ধরা পড়েছে। তার সেরে ওঠার প্রক্রিয়া পর্যবেক্ষণ করা হবে।’