ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধে মঙ্গলবার তুরস্কে অনুষ্ঠিত শান্তি আলোচনা সম্পর্কে রাশিয়ার মন্তব্য হতাশাজনক। ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার শর্ত নিয়ে আলোচনায় তেমন কোনো অগ্রগতি হয়নি। বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন।
মঙ্গলবার রাশিয়া জানিয়েছিল, তারা কিয়েভ ও চেরনিহিভে সামরিক কর্মকাণ্ড কমাতে চায়। বৈঠক শেষে ইউক্রেন জানিয়েছিল, তারা ‘নিরপেক্ষ’ রাষ্ট্র হওয়ার কথা বিবেচনা করবে।
বুধবার পেসকভ বলেন, ‘ইতিবাচক বিষয় হচ্ছে, ইউক্রেনের পক্ষ অন্ততপক্ষে তাদের প্রস্তাবগুলো প্রণয়ন ও কাগজে লেখার কাজ শুরু করা হয়েছে। এখনও পর্যন্ত আমরা তা অর্জন করতে পারিনি।’
তিনি বলেন, ‘অন্যান্য বিষয়ে আমরা এভাবে বলতে পারি না যে বর্তমান পরিস্থিতিতে কোনো সাফল্য, খুব আশাব্যঞ্জক কিছু এসেছে।’