তুরস্কের একটি করোনাভাইরাস রোগীদের হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১০ জন।
শনিবার (১৯ ডিসেম্বর) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজিয়ান্তেপ প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।
ইস্তানবুল থেকে ৮৫০ কিলোমিটার দূরে বেসরকারি সানকো বিশ্ববিদ্যালয় হাসপাতালের করোনা ইউনিটে আগুন লাগলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের বয়স ৫৬ থেকে ৮৫ বছরের মধ্যে বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে। আগুন লাগার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেন্তিন কোকা এক টুইট বার্তায় জানান, প্রাথমিকভাবে নিহতের সংখ্যা আট হলেও পরে তা বেড়ে নয় জনে দাঁড়িয়েছে।
এদিকে তুরস্কের সরকারি দপ্তর জানিয়েছে, ‘উচ্চ চাপের অক্সিজেন ডিভাইসের’ বিস্ফোরণ ঘটে স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে। এতে সৃষ্ট আগুনে ১৯ রোগী আহত হয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, তুরস্কে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ লাখ চার হাজার ২৮৫ জন। প্রাণ হারিয়েছেন ১৭ হাজার ৮৫১ জন।