মহামারি করোনাভাইরাসের তৃতীয় ঢেউ ভয়াবহ না হলে পূজার পর ভারতের পশ্চিমবঙ্গে খুলবে স্কুল।
সোমবার (২৩ আগস্ট) এমন ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, পূজার পর পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। করোনাকালে বন্ধ ছিল সমস্ত স্কুল-কলেজ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে টিকাকরণের হার বেড়েছে। তাই তৃতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ না করলে পূজার পর স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার।