জুনের শেষ পর্যন্ত তিন মাসে ৯০ শতাংশ মুনাফা বেড়েছে সৌদি আরবের সরকারি মালিকানাধীন সবচেয়ে বড় জ্বালানি সংস্থা আরামকোর। বিশ্বে জ্বালানি সংকটের সময় সংস্থাটির ইতিহাসে এটি সবচেয়ে বেশি ত্রৈমাসিক মুনাফা।
সংস্থাটি জানিয়েছে, তিন মাসে তাদের মুনাফা হয়েছে চার হাজার ৮০০ কোটি মার্কিন ডলার। এর আগে গত বছর একই সময় তাদের মুনাফা ছিল প্রায় দুই হাজার ৬০০ কোটি ডলার।
আরামকো হচ্ছে বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি। এর ৯৫ শতাংশ মালিকানা সৌদি আরব সরকারের। ইউক্রেনের যুদ্ধের পর জ্বালানির ঊর্ধ্বগতি শুরু হয়। এই সময়ে আরামকো তেল বিক্রি করে সবচেয়ে লাভবান সংস্থায় পরিণত হয়েছে।
আরামকো জানিয়েছে, তাদের মুনাফার এই চিত্র ‘ক্রমবর্ধমান চাহিদা’ প্রতিফলিত করে এবং তাদের উৎপাদন খরচ কমে গেছে।
আরামকোর উৎপাদন খরচ অন্যান্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর তুলনায় কম। কারণ এর বেশির ভাগ তেল উপকূলীয় ক্ষেত্র বা সাগরের কম গভীর স্তর থেকে উত্তোলন করা যায়।
পশ্চিমা সরকারগুলো ইউক্রেনে আগ্রাসনের জন্য মস্কোর উপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করার জন্য রাশিয়ার তেল-গ্যাস রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ কমে যায়। ন্যাটো মিত্ররা জ্বালানির জন্য অন্যান্য উত্স খুঁজে বের করার চেষ্টা করছে। সৌদি আরবসহ অন্যান্য সরবরাহকারী থেকে তেলের উৎপাদন বাড়ানোর অনুরোধ জানাচ্ছে জোট।