সম্পর্ক ডেস্ক :-ত্রুটির কারণে কানাডা ফেরিয়ে দিয়েছে চীনের দেয়া দশ লক্ষ কেএন ৯৫ মাস্ক। কানাডার জনস্বাস্থ্য (পিএইচএসি) মুখপাত্র এরিক মরিসেট এক বিবৃতিতে বলেন, চীনের পাঠানো দশ লাখ কেএন ৯৫ মাস্ক পিএইচসি মানসম্মত নয় তাই তাদের স্বাস্থ্য কর্মীদের ব্যবহার করতে দেওয়া হবে না।
সারা বিশ্বে দেখা দিয়েছে মাস্ক ও পার্সোনাল,ইকুইপমেন্ট ও টেস্টিং কিট এর সঙ্কট, যা কিনা এই সঙ্কটময় পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রয়োজন ডাক্তার নার্স এবং স্বাস্থকর্মীদের ব্যক্তিগত সুরক্ষার জন্য। উল্লেখ্য,চীন থেকে কেনা মাস্ক ত্রুটিপূর্ণ বলে ইতিমধ্যে ফেরত পাঠিয়েছে স্পেন, নেদারল্যান্ডস, তুরস্ক এবং অস্ট্রেলিয়া।