অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সুদানের সেনাবাহিনী। রাজধানী খার্তুমের প্রধান সড়ক ও সেতুগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পুরো রাজধানীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে শনিবার রয়টার্স জানিয়েছে।
গত সপ্তাহে প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদককে সরিয়ে ক্ষমতা দখল করেন সুদানের সেনাপ্রধান আব্দাল্লা ফাত্তাহ আল-বুরহান। গত সোম ও মঙ্গলবার অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে অন্তত ১১ জন নিহত হয়েছে। বিক্ষোভকারীরা সামরিক শাসন অবসান ও গণতন্ত্রের পথে দেশকে ফিরিয়ে আনার দাবিতে শনিবার দেশব্যাপী গণবিক্ষোভের ডাক দিয়েছিলেন।
খার্তুমের কেন্দ্রস্থলে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি আধা-সামরিক বাহিনীও মোতায়েন করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দর অভিমুখী সড়ক বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। এছাড়া খার্তুমের সঙ্গে সংযোগকারী সেতুগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
সেনাবাহিনীর কড়া অবস্থান সত্ত্বেও বিক্ষোভ মিছিল বের করতে প্রস্তুতি নিচ্ছেন বিক্ষোভকারীরা।
মোহাম্মদ নামে এক বিক্ষোভকারী বলেছেন, ‘সেনাদের ব্যারাকে ফিরে যাওয়া উচিত এবং হামদকের কাছে নেতৃত্ব দেওয়া উচিত। আমাদের দাবি একটি বেসামরিক দেশ, একটি গণতান্ত্রিক দেশ, এর চেয়ে কম নয়।’
খার্তুমের আশপাশের এলাকাগুলোতে শুক্রবার রাতেই বিক্ষোভকারীরা পাথর, ইট, গাছের ডাল ও প্লাস্টিকের পাইপ জড়ো করে রেখেছে। এসব এলাকায় নিরাপত্তা বাহিনীর প্রবেশ ঠেকাতে তারা প্রস্তুতি নিয়ে রেখেছে। কিছু কিছু সড়কে ৩০ থেকে ৪০ মিটার পরপর ব্যারিকেড বসানো হয়েছে।