দক্ষিণ আফ্রিকাজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে এ সহিংসতা ছড়িয়ে পড়েছে।
শুক্রবার থেকে দেশটির বিভিন্ন শহরে দোকানপাট লুট হয়েছে, একটি মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং লাঠি হাতে বিক্ষোভকারাীরা জোহানেসবার্গের সড়কগুলোতে মিছিল করছে।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, আদালত অবমাননার মামলায় বুধবার থেকে জুমার ১৫ মাসের কারাদণ্ডের মেয়াদ শুরু হয়েছে। এর প্রতিবাদে জুমার নিজের প্রদেশ কজুলু-নাটালে (কেজেডএন) সহিংসতা ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানিয়েছে, জুমার সমর্থকদের বিক্ষোভকে কাজে লাগিয়ে চুরি ও সম্পদের ক্ষয়ক্ষতি করছে অপরাধীরা। যারা সহিংসতা উস্কে দিচ্ছে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলার হুঁশিয়ারি দিয়েছে ন্যাশনাল ইন্টিলিজেন্স।
এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, সহিংসতার শুরু হওয়ার পর থেকে কেজেডএন ও গুটেং প্রদেশ থেকে ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জোহানেসবার্গ মেট্রোপলিটন পুলিশ বিভাগ জানিয়েছে, আলেকজান্দ্রা শহর ও জেপসটাউন শহরতলিতে শনিবার রাতে লুটপাটের ঘটনা ঘটেছে। যানবাহনকে লক্ষ্য করে গুলি ছোড়ার খবর পাওয়ার পর এম২ মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।