দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রক্ষণশীল ও নারীবাদ বিরোধী নেতা ইয়ুন সুক-ইয়োল।
বৃহস্পতিবার তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
প্রধান বিরোধী দল পিপল পাওয়ার পার্টি থেকে আসা ইয়ুন ৪৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টির লি জায়ে মাইয়ুং পেয়েছেন ৪৭ দশমিক ৮ শতাংশ ভোট।
জয়ের পর সমর্থকদের উদ্দেশে ইয়ুন বলেছেন, ‘এটি দক্ষিণ কোরিয়ার মহান জনগণের জয়।’
তিনি সংবিধানকে সম্মান জানানোর এবং রাজনৈতিক অচলাবস্থা নিরসনে বিরোধী দলের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
ইয়ুন বলেন, ‘আমাদের প্রতিযোগিতা এখন শেষ। আমাদের হাত মেলাতে হবে এবং জনগণ ও দেশের জন্য একজোট হতে হবে।’
ইয়ুন একজন স্বীকৃত ‘নারীবাদ বিরোধী।’ নির্বাচনী প্রতিশ্রুতিতে তিনি দক্ষিণ কোরিয়ার লিঙ্গ সমতা মন্ত্রণালয় বাতিল করার কথা বলেছেন। তার দাবি, দক্ষিণ কোরিয়ার নারীরা পদ্ধতিগত বৈষম্যের শিকার হন না। তাই এই মন্ত্রণালয় থাকার প্রয়োজন নেই।