কূটনৈতিক প্রতিবেদক : কোভিড-১৯ আক্রান্ত গোটা বিশ্ব। তাই দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দেশটিতে বাংলাদেশ দূতাবাস এর পক্ষ থেকে এ অনুরোধ জানানো হয়।
দূতাবাসের দেয়া বার্তায় দেগু ও ছংদো এলাকায় বসবাসরত বাংলাদেশী নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়।
করোনা ভাইরাস সংক্রমণের কারণে এ দুটি এলাকাকে ‘স্পেশাল কেয়ার জোন’ হিসেবে ঘোষণা করেছে দেশটির সরকার।