দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরি থিওডর রুজভেল্ট ও নিমিটজ মঙ্গলবার মহড়া চালিয়েছে।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের জুলাই মাসের পর থেকে ব্যস্ত জলপথের মধ্যে দুটি রণতরি ব্যবহার করে মহড়া দেওয়ার ঘটনা এটাই প্রথম।
এতে দক্ষিণ চীন সাগরের জলসীমা নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।নৌবাহিনীর পক্ষ থেকে মহড়া চালানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী বলা হয়েছে, কমান্ড এবং নিয়ন্ত্রণের সামর্থ্য বৃদ্ধির জন্য এই মহড়া চালানো হয়েছে।
চীনের দাবি করা জলসীমায় মার্কিন রণতরি জন এস ম্যাককেইন অনুমতি ছাড়া প্রবেশ করেছে। এ ঘটনায় চীনের পক্ষ থেকে নিন্দা জানানো হয়। তারা মার্কিন ওই যুদ্ধজাহাজকে সতর্ক করে সরিয়ে দেওয়ারও দাবি করে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এর নিন্দা জানিয়ে বলেছেন, দক্ষিণ চীন সাগরে ঘন ঘন রণতরি ও যুদ্ধবিমানের মহড়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ক্ষমতার প্রদর্শন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পরিপন্থী।তিনি আরও বলেন, ‘জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে চীন।
মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়, সমুদ্রপথে স্বাধীন অভিযানের অংশ হিসেবে ওই পথ ব্যবহার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর মার্কিন যুদ্ধজাহাজের এ ধরনের অভিযান ছিল এটাই প্রথম।