ভারতের রাজধানী দিল্লিতে করোনার সংক্রমণ বেড়েছে। হাসপাতালে সংক্রমণ নিয়ে ভর্তি হওয়া রোগীরি সংখ্যাও বাড়ছে। কর্তৃপক্ষ মঙ্গলবার বাসিন্দাদের মাস্ক পরতে এবং কোভিড-১৯ সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে।
দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনাই কুমার সাক্সেনা টুইটে বলেছেন, ‘আমরা কোভিড-১৯ এর সংক্রমণ বৃদ্ধি, পজিটিভিটির হার বৃদ্ধি এবং পুনরায় সংক্রমণের বিষয়টি প্রত্যক্ষ করছি। আমাদের বুঝতে পারছি যে মহামারি শেষ হয়নি। আমি সবাইকে কঠোরভাবে কোভিড-১৯ এর উপযুক্ত বিধিনিষেধ মেনে চলার জন্য অনুরোধ করছি।’
ল্যানসেট কমিশনের সদস্য ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুনীলা গর্গ এনডিটিভিকে বলেছেন, ‘সুস্থতার হার ভাল, তবে সংক্রমণ বাড়ছে এবং হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে। এই মুহূর্তে ৯ হাজারের কোভিড শয্যায় পাঁচ শতাধিক রোগী রয়েছেন। ২ হাজার ১২৯টি আইসিইউ শয্যার মধ্যে ২০টিতে রোগী রেয়েছে এবং ৬৫ জন ভেন্টিলেশনে আছেন। আতঙ্কিত হওয়ার দরকার নেই, তবে এটি সতর্ক হওয়ার পূর্বাভাস।’
সোমবার দিল্লিতে ১ হাজার ১২৭ জনের নতুন সংক্রমণের তথ্য রেকর্ড করা হয়েছে। ওই দিন মারা গেছেন আট জন করোনা রোগী। এর আগে, শহরটিতে টানা ১২ দিনের গড় সংক্রমণ ছিল ২ হাজার।