ভারতের রাজধানী দিল্লি এবং এর পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৩.৭। কম্পনের তীব্রতা কম থাকায় সেই ভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
সোমবার (৫ জুলাই) এমন তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, ভারতের জাতীয় ভূ-তাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সোমবার রাত ১০ টা ৩৬ মিনিট ৫৪ সেকেন্ডে হরিয়ানার ঝাঝারের ১০ কিলোমিটার উত্তরে, গুরুগ্রামের ৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং নয়াদিল্লির ৫৪ কিলোমিটার পশ্চিমে ভূ-পৃষ্ঠের পাঁচ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। তার জেরে দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থানের মতো রাজ্যে কম্পন অনুভূত হয়েছে।
তবে সম্প্রতি দিল্লি এবং পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্পে একেবারেই নতুন নয়। গত বছরের এপ্রিল থেকে অগস্ট পর্যন্ত ওই অঞ্চলে একাধিকবার কম তীব্রতার কম্পন অনুভূত হয়েছে। তার জেরে রাজধানীর আশপাশে কম্পন মাপার জন্য অতিরিক্ত যন্ত্রপাতি ব্যবহার শুরু করেছে দেশটির ভূতাত্ত্বিক কেন্দ্র।