বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘আশিকি’। সম্প্রতি এর পরবর্তী কিস্তি অর্থাৎ ‘আশিকি থ্রি’ সিনেমার ঘোষণা দিয়েছেন নির্মাতারা। এতে নায়ক চরিত্রে অভিনয় করবেন কার্তিক আরিয়ান।
এদিকে সিনেমায় নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো ঘোষণা করা হয়নি। শুরুতে গুঞ্জন ওঠে, সিনেমায় কার্তিকের বিপরীতে অভিনয় করবেন টিভি অভিনেত্রী জেনিফার উইঙ্গেট। যদিও এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন নির্মাতারা।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘আশিকি থ্রি’ সিনেমার জন্য প্রাথমিকভাবে দীপিকা পাড়ুকোন, কৃতি স্যানন ও শ্রদ্ধা কাপুরের কথা ভাবছেন নির্মাতারা। এদের মধ্যে একজনকেই কার্তিক আরিয়ানের বিপরীতে চূড়ান্ত করতে চাইছেন তারা।
‘আশিকি থ্রি’ সিনেমা পরিচালনা করবেন অনুরাগ বসু। আগামী বছর সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে। এর আগেই সিনেমাতে নায়িকা কে হবেন তা চূড়ান্ত করবেন নির্মাতারা।
‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায় ১৯৯০ সালে। এতে জুটি বেঁধে অভিনয় করেন রাহুল রায় ও অনু আগরওয়াল। মুক্তির পর এ সিনেমা তাদের রাতারাতি তারকা খ্যাতি এনে দেয়। পাশাপাশি এই সিনেমার গানও দর্শক-শ্রোতাদের হৃদয় জয় করে।
দীর্ঘ ২৩ বছর পর ২০১৩ সালে মুক্তি পায় ‘আশিকি-টু’। ব্যবসাসফল এই সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হন আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর।