মন্ত্রীত্ব থেকে পদত্যাগের পর সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এই প্রথম প্রকাশ্যে কোন কার্যক্রমে অংশ নিয়েছেন।
নিজের নির্বাচনি এলাকা জামালপুরের সরিষাবাড়িতে তিনি শনিবার (২২ জানুয়ারি) অ্যাড. মতিয়র রহমান তালুকদার কলেজ মাঠে মুক্তিযুদ্ধকালীন সাবেক কোম্পানি কমান্ডার ও জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান তালুকদারের (নান্নু) জানাজায় অংশ নেন।
এর আগে শুক্রবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সরিষাবাড়ি পৌরসভার বীর ধানাটা এলাকায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান আমিনুর রহমান। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
শনিবার বেলা ১২টায় সরিষাবাড়ি কলেজ মাঠে প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ২টায় দৌলতপুর কলেজ মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার শেষে নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
গার্ড অফ অনার শেষে মরহুমের কফিনে ফুল দেন মুরাদ হাসান, হাইকোর্টের বিচারপতি মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।