দুবাইয়ে লটারিতে কোটি টাকা জিতেছেন বাংলাদেশের এক ক্রেন চালক। আব্দুল কাদের নামের ওই শ্রমিক গত সপ্তাহে অনুষ্ঠিত ৪৬তম মাহজুজ লটারি ড্রতে দ্বিতীয় পুরস্কার জিতেছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে গালফ টুডে।
স্থানীয় সময় শনিবার রাতে মাহজুজ লাইভ ড্রতে ১০ লাখ দিরহাম (প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা) জিতেছেন তিনি। ড্রতে ছয়টি নম্বরের মধ্যে তার পাঁচটি নম্বর মিলে গিয়েছিল। আর মাত্র একটি নম্বর মিললে প্রথম পুরস্কার হিসেবে তিনি পেতেন পাঁচ কোটি দিরহাম বা ১১৬ কোটি ৪১ লাখ টাকার বেশি।
৩২ বছরের আব্দুল কাদের ১০ বছর আগে দুবাই গিয়েছিলেন। পেশায় ক্রেন অপারেটর এই বাংলাদেশির কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই।
জয়ের পর প্রতিক্রিয়ায় তিনি আব্দুল কাদের বলেন, ‘কয়টি শূন্য বসলে ১০ লাখ দিরহাম হয় আমি এখনও সেই হিসাব করছি। ১০ বছর আগে দুবাইয়ে আসার পর থেকে আমি প্রত্যেকটি দিরহাম বাংলাদেশে আমার পরিবারের সদস্যদের কাছে পাঠিয়েছি।’
পুরস্কারের অর্থ হাতে পাওয়ার পর সবার আগে স্ত্রীর জন্য সোনার গয়না কিনবেন জানিয়ে আব্দুল কাদের বলেন, ‘প্রথমে আমি দোকানে গিয়ে আমার স্ত্রীর জন্য স্বর্ণের কিছু জিনিস কিনব। তাকে স্বর্ণের গহনা কিনে দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ আমি কখনোই জমাতে পারিনি।’