আসন্ন শারদীয় দুর্গাপূজায় ‘হরিবোল’ চলচ্চিত্রের গান রিলিজ করছে জি সিরিজ ও অগ্নিবীণা প্রোডাকশন হাউজ।আনিসুজ্জামান নিবেদিত ও বলেশ্বর ফিল্মস প্রযোজিত ‘হরিবোল’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা রেজা ঘটক। ‘হরিবোল’ চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন ভারতের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, গীতিকার, সুরকার ও সুগায়ক অংশুমান।
‘হরিবোল’ চলচ্চিত্রের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ও জনপ্রিয় শিল্পী বাউল সফি মণ্ডল ও বাউল নলীনিমণ্ডল এবং ভারতের বিশিষ্ট ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী সাত্যকি ব্যানার্জি, অংশুমান, অর্পিতা, অনিমেষ, অরুন্ধতি ও সিনজিনী।সঙ্গীতজ্ঞ অংশুমানের কম্পোজিশানে ‘হরিবোল’ চলচ্চিত্রে ব্যবহৃত গানগুলোর গীতিকার ও সুরকার হলেন যথাক্রমে লালন শাহ, ভবা পাগলা ও অংশুমান।
‘হরিবোল’ চলচ্চিত্রের গান প্রকাশ উপলক্ষ্যে ছবি’র নির্মাতা রেজা ঘটক বলেন, ‘হরিবোল’ চলচ্চিত্রের গানগুলো এবারের দুর্গাপূজার উৎসবকে আরো আনন্দময় করে তুলবে। বিশেষ করে বাংলাদেশ, ভারত ও নেপালের দুর্গোৎসবকে রাঙানোর পাশাপাশি সারা বিশ্বের সঙ্গীত শ্রোতাদের জন্য ‘হরিবোল’ চলচ্চিত্রের গানগুলো নতুন মাত্রা যোগ করবে। ‘হরিবোল’ চলচ্চিত্রের গানগুলোতে আবহমান বাংলার ফোক-সঙ্গীতকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে তুলে ধরা হয়েছে, যা লাখ লাখ শ্রোতাদের হৃদয় জয় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দুর্গাপূজায় ‘হরিবোল’ চলচ্চিত্রের গান প্রকাশ উপলক্ষ্যে ছবির সঙ্গীত পরিচালক অংশুমান বলেন, এবারের দুর্গাপূজা আমার জন্য একটু ভিন্নমাত্রার আনন্দ ও উচ্ছ্বাসের। গানগুলো শ্রোতাদের হৃদয় জয় করলে তা হবে আমার জন্য সবচেয়ে বড় আশির্বাদ। যাদের নিয়ে আমি গানগুলো করেছি, তারা সবাই বেশ দরদ ও আন্তরিকতা দিয়ে গানগুলোকে ধারণ করে পরিবেশন করতে পেরেছে বলে, কাজটি করে আমি বেশ স্যাটিসফাইড। আশা করি, শ্রোতাদেরও গানগুলো ভালো লাগবে।
কণ্ঠশিল্পী বাউল সফি মণ্ডল বলেন, ‘হরিবোল’ সিনেমায় আমি যে গানটি করেছি, আমার কখনো মনে হয়নি এটা কোনো সিনেমার গান, বরং বারবার মনে হয়েছে এটি প্রকৃতির গান, আমার গান। এক সপ্তাহের বেশি সময় ধরে গানটি নিয়ে আমি প্রকৃতির মাঝেই ছিলাম। আমি খুব ভালো লাগা থেকে, খুব ভালোবাসা থেকেই গানটি করেছি। সিনেমার কাহিনীর পাশাপাশি গানটি আমার জীবনের সাথেও যেন অনেকটা মিলেমিশে গেছে। আশা করি গানটি শ্রোতাদের হৃদয় জয় করবে।
‘হরিবোল’ চলচ্চিত্রের প্লেব্যাক সিঙ্গার সাত্যকি ব্যানার্জি বলেন, ‘হরিবোল’ চলচ্চিত্রে ভবা পাগলার যে গানটি আমি করেছি, এটি খুব উচ্চমার্গীয় একটি বাংলা ফোক গান। ‘হরিবোল’ চলচ্চিত্রে এ ধরনের একটি গান সিলেকশানের জন্য নির্মাতাকে আমি সাধুবাদ জানাই। গানটি দর্শক হৃদয় জয় করলেই আমি খুশি।
এ প্রসঙ্গে জি সিরিজের কর্ণধার নাজমুল হক ভুঁইয়া খালেদ বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে ‘হরিবোল’ চলচ্চিত্রের গান প্রকাশের অংশ হতে পেরে আমরা আনন্দিত। আশা করি, সঙ্গীত শ্রোতাদের জন্য ‘হরিবোল’ সিনেমার গানগুলো ভীষণ সাড়া ফেলবে এবং শ্রোতাদের মনোরঞ্জনের খোরাক জোগাবে। বাংলা সিনেমায় এ ধরনের গানকে আমি কালজয়ী হতে দেখেছি। ‘হরিবোল’ সিনেমার গানগুলোতে সে ধরনের টেস্ট আছে।
নির্মাতা রেজা ঘটক জানান, ‘হরিবোল’ চলচ্চিত্রে একটি সংখ্যালঘু মতুয়া পরিবারের চিত্র দেখানো হয়েছে। পাশাপাশি সিনেমায় মুক্তিযুদ্ধের সময়কার একজন বীরাঙ্গনার গল্পও প্যারালালি বলা হয়। আবার এটি একটি নদী বিষয়ক বিশেষায়িত সিনেমা। সংখ্যালঘু মতুয়া পরিবারটির সাথে বলেশ্বর নদের সমান্তরাল ঘটনাপ্রবাহ এতে স্থান পেয়েছে। নদী, মাটি, প্রকৃতি,মানুষ এবং এদের নিরন্তর টানাপোড়ন ও সংঘাত ‘হরিবোল’ চলচ্চিত্রে দেখা যাবে।
নির্মাতা রেজা ঘটক ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০১৯ সালের ১০ ডিসেম্বর ‘হরিবোল’ চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। কিন্তু বিএফডিসি’র কথিত ছাড়পত্রের অযুহাত দেখিয়ে এখন পর্যন্ত আমাকে সেন্সর সনদপত্র দেওয়া হয়নি। অথচ বাংলাদেশের চলচ্চিত্র সেন্সর আইনের কোথাও বিএফডিসি’র ছাড়পত্রের কোনো গেজেট নাই। বরং এই কথিত ছাড়পত্রের নামে এটা সেন্সর বোর্ডের নেতৃত্বে বিএফডিসি, চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশক সমিতি এবং চলচ্চিত্র পরিচালক সমিতিরএকটি চতুর্মুখী সিন্ডিকেটের চাঁদাবাজির কৌশল। এই সিন্ডিকেটের কারণে এদেশে ভালো সিনেমা নির্মাণের সুযোগ নাই।বাংলাদেশে ভালো চলচ্চিত্রের স্বার্থে এ ধরনের সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধ হওয়া জরুরি।