জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়াহ মোয়োরকে বরখাস্ত করেছে সরকার।করোনাভাইরাস মোকাবিলায় ৬ কোটি ডলারের
সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতির অভিযোগে গত ২৯ জুন পুলিশ তাকে গ্রেফতার করে।
মঙ্গলবার দেশটির প্রেসিডেন্টের চিফ সেক্রেটারি এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছেন।
ওবাদিয়াহ মোয়োর বিরুদ্ধে করোনা শনাক্তের কিট কেনায় অবৈধভাবে একটি কোম্পানির সঙ্গে সরকারের চুক্তি করানোর অভিযোগ পাওয়া যায়।যারা ২৮ ডলারের মাস্ক ও অন্যান্য সরঞ্জাম চড়া দামে বিক্রি করছিল। সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্বে অনিয়ম করায় স্বাস্থ্যমন্ত্রীকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন এবং ড্র্যাক্স ইন্টারন্যাশনাল নামের কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করে সরকার।
ওই ঘটনায় মোয়োর বিচার কাজ চলছে। প্রাক্তন এই হাসপাতাল প্রশাসক দোষী সাব্যস্ত হলে বিপুল অঙ্কের জরিমানা ও ১৫ বছর পর্যন্ত জেলের সাজা হতে পারে। তবে তার আগে মন্ত্রিসভার দায়িত্ব হারালেন তিনি।
প্রেসিডেন্ট চিফ সেক্রেটারি ও কেবিনেট ডা. মিশেক সিবান্দা বিবৃতিতে বলেছেন, ‘জিম্বাবুয়ে সংবিধানের ধারা ৩৪০ এর উপধারা ১ অনুযায়ী সরকারের মন্ত্রী হিসেবে অনুপযোগী কাজ করায় মন্ত্রিপরিষদের অফিস থেকে ডা. ওবাদিয়াহ মোয়োকে অপসারণ করেছেন প্রেসিডেন্ট।’