মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ।
তিনি ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদের (ওয়ানএমডিবি) অর্থ আত্মসাতে নাজিব রাজাকের দোষী হিসেবে পান দেশটির সর্বোচ্চ আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নাজিব রাজাক। করোনাভাইরাসের মধ্যে আলোচিত এ মামলার রায় শুনতে আদালতে হাজির হন বহু মানুষ। এ সময় বিচারক মোহাম্মদ নাজলান মোহাম্মদ গাজ্জালি সবার সামনে রায় পড়ে শোনান।
আদালত রায়ে বলেন, এ মামলার সব সাক্ষ্যপ্রমাণ বিচার করে দেখা গেছে, প্রসিকিউশন তাদের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন।
নাজিবের বিরুদ্ধে প্রমাণ হওয়া সাতটি অভিযোগের মধ্যে একটি হলো ক্ষমতার অপব্যবহার। বাকিগুলোর মধ্যে বিশ্বাস ভঙ্গের অভিযোগ তিনটি, তিনটি অভিযোগ রয়েছে অর্থ আত্মসাতের। তার বিরুদ্ধে আরও ৩৫টি অভিযোগ বিচারাধীন।