দেখতে দেখতে বইমেলা ১৩ বছরে পা দিচ্ছে ।এ বছর জুলাই এর ৬ ও ৭ তারিখে বাঙালি অধ্যাষিত ৯ ডজ রোড এ রয়েল কানাডিয়ান লিজিওন হল এর মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঙালির এই প্রাণের মেলা । বই মেলা মানেই বই প্রেমীদের তীর্থক্ষেত্র ।বই মেলা বাঙালি সংষ্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ ।দুই দিন ব্যাপী এই মেলাতে থাকছে রকমারি সব বই এর সমাহার , আসছেন খ্যাতিমান সব প্রকাশকরা , থাকছে কবিতা আবৃতি , নৃত্য , সংগীত , আলোচনা আরো অনেক আয়োজন ।সুদূর প্রবাসে বসে নানাবিধ প্রতিকূলতার মাঝেও আমাদের সংস্কৃতি কে
ধরে রাখতে , বই প্রেমীদের জন্য , আগামী প্রজন্মের জন্য এই গুরু দায়ীত্বটি যিনি পালন করছেন এক যুগের ও বেশি সময় ধরে তিনি বাঙালির প্রথম বই এর দোকান
“অন্য মেলার “ কর্ণধার সাদি আহমেদ ।
এই মহান উদ্যোগ কে সফল করতে বিভিন্ন ভাবে সহযোগিতা করেন আমাদের কমিউনিটির সংস্কৃমনা অনেক প্রিয়মুখেরা ।
Disclaimer:
The editorial team is not responsible for the content of the writing.