আদর্শিক আত্মিয়তা কতটা গভীর হলে, প্রতিদিনের যাপন ফেরিতে পা’য়ে, পা মিলিয়ে চলা যায়, মনের দিকে কতটা আমির হলে, এক হৃদয়ে অনেক সম্পর্ক পায় বাসা। ঠিক কতটা নীলপদ্মের আশায়, অক্ষরেরা ভালবাসার শব্দে আকার পায় ইকবাল হাসানের কবিতায়, পৃথিবীর বুকে মানবতার স্নায়ু কতটা দুর্বল হলে, সেই অসুখের মুখ কোন সংবেদনশীল কলম লেখায়। সমাজ যখন দলাদলিতে আবদ্ধ, সোনার গৌড় কতটা প্রেম শেখালে তবে, হৃদমাঝারে গলাগলির ভাবনা জাগায়। অন্যায় যখন নিয়ম করে চলে, চেতনা কতটা শানিত হলে, ক্ষোভ ঝরায় প্রতিবাদের মিছিলে। জ্ঞানের ঠিক কতটা স্তর পার হলে, সবার উপর মানুষ সত্য প্রতিষ্ঠিত হয় জীবনে। ঠিক কি পরিমান দ্বেষ -বিভেদের মৃত্যু হলে, ইভ,রোজা,পূজা, বুদ্ধপূর্ণিমা বাঁধা পড়ে নিবিড় আলিঙ্গনে। অনেক শব্দের বুনন দেখে, যদি কেউ একে কোন অকবির কবিতা ভাবে পিছে, তবে সাক্ষী থাকুক কাব্যময় সময়, অনুভূতি সাজানোর সক্ষমতার অনেকটাই, ঋণী হয়ে আছে আপনার কাছে। কৃতজ্ঞতার এই মুকুট যেন সদাই যেতে পারি বহি, আজ আপনার জন্মদিন, এক ফ্রেমে এক মুখ তবু অনেক ছবি। কবি,ভাই,বন্ধু, মানবিক দেলওয়ার এলাহী।
হিমাদ্রী রয়। ২৫/২/২০২০