গণস্বাস্থ্যের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকার ভিন্ন নামে দেশে ‘বাকশাল’ প্রতিষ্ঠা করছে।
জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ‘রাজনৈতিক দলের নিবন্ধনের কালো আইন বাতিল ও নির্বাচন কমিশনের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি’তে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, ‘এই সরকারের সব কর্মকাণ্ড গণতন্ত্রবিরোধী।আমাদের সংবিধানে আমার কথা বলার অধিকার আছে, আমার সংগঠন করার অধিকার আছে, আমার বক্তব্য দেওয়ার অধিকার আছে জনগণের কাছে। সেটা আমাকে করতে দেওয়া হচ্ছে না।’
‘রাজনৈতিক দলের নিবন্ধন দাবি বাতিল পরিষদ’র উদ্যোগে মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক সৈয়দ হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, ‘দেশে আজ গণতন্ত্র নেই। আজকে ভিন্ন নামে দেশে বাকশাল প্রতিষ্ঠিত হতে চলেছে।এটা চলতে পারে না।”
জাফরুল্লাহ বলেন, ‘আজকে জনগণকে কথা বলতে দেওয়া হচ্ছে না। এ জাতীয় বাধা দেওয়ার কারণে কী হয়? মাননীয় প্রধানমন্ত্রী যতগুলো কাজ আপনি করছেন ক্রমেই তা ভুল প্রমাণিত হচ্ছে। জনগণকে প্রকৃত মানবিক এবং সুষ্ঠু গণতন্ত্র দিতে হবে। সবাইকে কথা বলার অধিকার দিতে হবে। সুষ্ঠু ও মানবিক গণতন্ত্র ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নেই।’