চীন থেকে সিনোফার্মের আরো ১৭ লাখ ডোজ করোনার টিকা দেশে পৌঁছেছে।
বুধবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বলেন, ‘চীনের সিনোফার্মের ১৭ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছেছে। ৭টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে টিকা এসে পৌঁছায়।’
এর আগে মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যায় সিনোফার্মের ১৭ লাখ ডোজ টিকা আসে।