যুক্তরাষ্ট্রের জনসন অ্যান্ড জনসনের উন্নয়ন করা করোনার টিকার দেড় কোটি ডোজ উৎপাদনের পর ত্রুটি শনাক্ত হয়েছে।
বুধবার (৩১ মার্চ) নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাল্টিমোরে জনসন অ্যান্ড জনসনের টিকা উৎপাদন কেন্দ্র ইমারজেন্ট বায়োসলিউশন ইনকরপোরেশনে সম্প্রতি এই ত্রুটি হয়েছে। অবশ্য কারখানাটি থেকে উৎপাদিত কোনো টিকাই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেনি বলে জানিয়েছেন দুই প্রশাসনিক কর্মকর্তা।
জনসন অ্যান্ড জনসন এক বিবৃতিতে জানিয়েছে, ওষুধের একটি ব্যাচের উপাদান মানগত পরীক্ষায় ব্যর্থ হয়েছে।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ওই কারখানায় জনসন অ্যান্ড জনসনের টিকার পাশাপাাশি আস্ট্রাজেনেকার টিকাও উৎপাদিত হচ্ছিল। কর্মীরা দুর্ঘটনাবশত জনসন অ্যান্ড জনসনের টিকার উপাদানের সঙ্গে আস্ট্রাজেনেকার টিকার উপাদান গুলিয়ে ফেলে। এ ব্যাপারে অবশ্য আস্ট্রাজেনেকার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জনসন অ্যান্ড জনসনের মুখপাত্র জেক সারজেন্ট বলেছেন, ‘ইমারজেন্ট বায়োসলিউশনসে উৎপাদিত ওষুধের একটি ব্যাচ মান নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় উত্তীর্ণ হতে পারেনি, ওই কারখানাটি এখনও আমাদের কোভিড-১৯ টিকার উপাদান উৎপাদনের অনুমোদন পায়নি। এই ব্যাচটি কখনোই আমাদের পূর্ণ ও চূড়ান্ত উৎপাদন প্রক্রিয়ায় যায়নি।’