ভারতে দৈনিক ৯৫ রুপি জমিয়ে ২০ বছরে ১৪ লাখ রুপি ফেরত দেওয়ার পলিসি চালু করেছে ডাক বিভাগ। গ্রাম সুমঙ্গল ডাক জীবন বীমা প্রকল্পের আওতায় এ অর্থ জমা করা যাবে।
এই পলিসিতে গ্রামীণ এলাকায় বসবাসকারী লোকদের টাকা ফেরত দেওয়ার পাশাপাশি জীবন বীমা সুবিধা প্রদান করা হয়। ভারতের গ্রামীণ জনগণের জন্য ১৯৯৫ সালে গ্রামীণ ডাক জীবন বীমা সেবা চালু করা হয়েছিল। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল সাধারণভাবে গ্রামীণ জনসাধারণকে বীমা সুবিধা প্রদান করা এবং বিশেষ করে গ্রামীণ এলাকার দুর্বল অংশ ও নারী কর্মীদের উপকার করা।
গ্রাম সুমঙ্গল পলিসিতে ঘোষিতা সুবিধাগুলি পর্যায়ক্রমে বীমাকারীকে প্রদান করা হয়। বীমাকারীর অপ্রত্যাশিত মৃত্যুর হলে অর্জিত বোনাসসহ সম্পূর্ণ বীমাকৃত অর্থ উত্তরাধিকারীকে প্রদান করা হয়।
ধরুন, ২৫ বছর বয়সী এক ব্যক্তি ২০ বছরের জন্য সাত লাখ টাকার পলিসি গ্রহণ করে। এর জন্য তাকে প্রতি মাসে ২ হাজার ৮৩৫ রুপি জমা দিতে হবে, অর্থাৎ প্রতিদিন প্রায় ৯৫ রুপি। পলিসির অষ্টম, ১২তম ও ১৬তম বছরে ২০ শতাংশ সুদে বোনাস হিসেবে এক লাখ ৪০ হাজার রুপি দেওয়া হবে। মূল অর্থের ২ দুই লাখ ৮০ হাজার পাওয়া যাবে ২০ তম বছরে। সাত লাখ রুপিতে বার্ষিক সুদ প্রতি হাজারে হবে ৪৮ রুপি। সেই হিসেবে বার্ষিক সুদ হবে ৩৩ হাজার ৬০০ রুপি। তাই, পুরো পলিসি সময়ের জন্য অর্থাৎ ২০ বছরে সুদ হবে ৬ লাখ ৭২ হাজার রুপি। ২০ বছরে মোট সুদাসল হবে ১৩ লাখ ৭২ হাজার রুপি। এর মধ্যে ৪ লাখ ২০ হাজার রুপি অগ্রীম এবং ৯ লাখ ৫২ হাজার মেয়াদ শেষে একসঙ্গে দেওয়া হবে।