ইউক্রেনের দোনবাস অঞ্চলের ক্রেমিনা শহর দখল করেছে রুশ বাহিনী। মঙ্গলবার শহরটি থেকে সরে গেছে ইউক্রেনীয় বাহিনী।
আঞ্চলিক গভর্নর সের্হি গাইদাই জানিয়েছেন, ইউক্রেনীয় সেনাদের শহর থেকে প্রত্যাহার করা হয়েছে।
রাজধানী কিয়েভ থেকে প্রায় ৩৫০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত ক্রেমিনা শহরে ১৮ হাজারের বেশি মানুষের বাস। পূর্ব ইউক্রেনে হামলার পর প্রথম এই শহরটি রুশ বাহিনীর দখলে এলো।
সের্হি গাইদাই সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ক্রেমিনা অর্কসদের (রাশিয়ানদের) নিয়ন্ত্রণে। তারা শহরে প্রবেশ করেছে। আমাদের প্রতিরক্ষা বাহিনীকে প্রত্যাহার করতে হয়েছে। তারা নতুন স্থানে অবস্থান করেছে এবং রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।’
তিনি বলেন, রুশ বাহিনী ‘সব দিক থেকে’ হামলা চালাচ্ছে।
হামলায় বিপুল সংখ্যক মানুষ নিহত হয়েছে উল্লেখ করে গাইদাই বলেন, ‘বেসামরিক জনগণের লাশের সংখ্যা গণনা করা অসম্ভব। আমাদের কাছে সরকারী পরিসংখ্যান আছে – প্রায় ২০০ জন নিহত হয়েছে – কিন্তু বাস্তব সংখ্যা আরও বেশি।’