রেজাউল ইসলাম:-সুনির্দিষ্টভাবে কারা ভ্যাক্সিন পাবেন অন্টারিও তার বিস্তারিত তালিকা ঘোষণা করেছে। এই ফেজে রিক্স ফ্যাক্টরগুলিকে বিবেচনায় নেওয়া হয়েছে। রিস্ক ফ্যাক্টরগুলির মধ্যে আছে বয়স,পারিপার্শ্বিক অবস্থা, বর্তমান স্বাস্থ্যের অবস্থা এবং বাসায় থেকে কাজ করতে না পারার অক্ষমতা ইত্যাদি। প্রভিন্স দ্বিতীয় ফেজে জনসংখ্যার ৯ মিলিয়ন জনকে ভ্যাক্সিন দেওয়ার কর্মসূচি প্রনয়ন করেছে। হালনাগাদ পরিকল্পনার মধ্যে সাম্প্রতি অনুমোদিত জন্সন এন্ড জন্সন ভ্যাক্সিন অন্তর্ভুক্ত করা হয় নি। দ্বিতীয় ফেজে ভ্যাক্সিন দেওয়া শেষ হলে ১৬ থেকে ৫৯ বয়সের মধ্যে সবাই তাদের প্রথম ডোজ ভ্যাক্সিন পাবেন।
নিচে ভ্যাক্সিন পাবার যোগ্যদের বিস্তারিত তালিকা দেওয়া হলোঃ
১) ৭০ বছর বয়স্ক এবং তদুর্ধ্ব সিনিয়ররা এপ্রিলে ভ্যাক্সিন পাবেন।
২) ৬০ বছরের উপরে যারা তারা মের শেষে প্রথম ডোজ ভ্যাক্সিন পাবেন
৩) ৬০-৬৪ বছর বয়স্করা আস্ট্রজেনিকা ভ্যাক্সিন পাবেন কিন্তু ৬৫ বছর বয়স্ক এবং তদুর্ধ্বরা আস্ট্রজেনিকা ভ্যাক্সিন পাবেন না, কারন এই ভ্যাক্সিন এই বয়স সীমার জন্য সুপারিশ করা হয় নি।
সুনির্দিষ্ট স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় নিয়ে যাদের ভ্যাক্সিন দেওয়া হবেঃ
১) সর্বাপেক্ষা অধিক ঝুঁকি
২) উচ্চ ঝুঁকি
৩) যারা ঝুঁকির মধ্যে আছে
এসেনসিয়াল কেয়ার-গিভার যারা উচ্চ ঝুঁকিতে আছেন তারাও ভ্যাক্সিন পাবেন। যারা কংগ্রিগেট সেটিংয়ের মধ্যে থাকে এবং কাজ করেঃ
উচ্চ ঝুঁকিতে থাকা কর্মচারীবৃন্দ,অত্যাবশ্যকীয় সেবাপ্রদানকারীরা এবং কংগ্রিগেট সেটিংয়ে থাকা আবাসিক বাসিন্দারা ভ্যাক্সিন পাবার তালিকায় থাকবেন।
1) Supportive housing
2) Developmental services/intervenor and supported independent living (SIL)
3) Emergency homeless shelters
4) Other homeless populations not in shelters
5) Mental health and addictions congregate settings
6) Homes for special care Violence Against Women (VAW) shelters and Anti-Human Trafficking (AHT) residents
7) Children’s residential facilities
8) Youth justice facilities
9) Indigenous healing and wellness
10) Provincial and demonstration schools
11) Farmworkers who live in congregate settings, including Temporary foreign workers, Bail beds and Indigenous bail beds
12) Adult correctional facilities
অত্যাবশ্যকীয় ওয়ার্কার/যারা বাসা থেকে কাজ করতে পারবেন নাঃ
যারা বাসা থেকে কাজ করতে পারেন না তাদেরকে দুই গ্রুপে ভাগ করে এবং বিভিন্ন সেক্টরে বিন্যাস করে ভ্যাক্সিন দেওয়া হবে। প্রথম গ্রুপের ভ্যাক্সিন দেওয়া শেষ হলে দ্বিতীয় গ্রুপ ভ্যাক্সিন পাবার জন্য যোগ্য হবেঃ
অত্যাবশ্যকীয় সেবাপ্রদানকারীঃ
প্রায় ৪০০০০০ প্রাথমিক পর্যায়ে সেবাপ্রদানকারীদেরকে দ্বিতীয় ফেজের শেষে ভ্যাক্সিন দেওয়া হবে। যারা বাসা থেকে কাজ করতে পারে না এমন প্রায় ৭৩০০০০ জনকে নিন্মের তালিকা অনুযায়ী ভ্যাক্সিন দেওয়া হবেঃ
• Elementary/ secondary school staff
• Workers responding to critical events (eg. police fire, compliance, funeral, special constables)
• Child-care and licenced foster care workers
• Food manufacturing workers
• Agriculture and farmworkers
• এরপর প্রায় ১.৪ মিলিয়ন জনকে নিচের গ্রুপ অনুসারে ভ্যাক্সিন দেওয়া হবেঃ
• High-risk and critical retail workers (grocery and pharmacies)
• Remaining manufacturing labourers
• Social workers (incl. youth justice)
• Courts and justice system workers (incl. probation and parole)
• Lower-risk retail workers (wholesalers, general goods)
• Transportation, warehousing and distribution
• Energy, telecom (data and voice), water and wastewater management
• Financial service
• Waste management
• Mining, oil, and gas workers