নিজের সম্ভ্রম বাঁচাতে চলন্ত বাস থেকে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হয়েছেন এক কলেজছাত্রী। বাসের চালক ও হেলপার ওই ছাত্রীকে ধর্ষণ করার চেষ্টা চালালে এই ঘটনা ঘটে।
শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় দিরাই উপজেলার সুজানগর এলাকায় এ ঘটনা ঘটে।
ওখানের স্থানীয়রা ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে সিলেট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে করে (সিলেট জ-১১০৭২৩) দিরাই আসছিলেন ওই কলেজছাত্রী। দিরাই পৌরসভার সুজানগর এলাকায় আসার পর তিনি ছাড়া বাকি যাত্রীরা নেমে যান।
কোনো যাত্রী না থাকায় বাসের চালক ও হেলপার মিলে তাকে উত্ত্যক্ত করার এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা চালায়। নিজের সম্ভ্রম বাঁচাতে এক পর্যায়ে চলন্ত বাস থেকে ঝাঁপ দিয়ে সড়কের পাশে পড়ে যান ওই শিক্ষার্থী।
এ দিকে গ্রামবাসী আহত অবস্থায় তরুণীকে উদ্ধার করে দিরাই হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ ব্যপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশরাফুল ইসলাম রাতে জানান, এই ঘটনার পর পর বাসটি জব্ধ করা হয়েছে। চালক ও হেলপারকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।