ভূমিকম্পের আট দিন পরেও দক্ষিণ তুরস্কের ধ্বংসস্তূপের নিচে থেকে আওয়াজ শুনতে পাচ্ছেন উদ্ধারকারীরা। এতে আরও জীবিতদের খুঁজে পাওয়ার আশার আলো দেখা যাচ্ছে। মঙ্গলবার সিএনএন এ তথ্য জানিয়েছে।
সিএনএনের অধিভুক্ত সিএনএন তুর্কে সরাসরি সম্প্রচারিত ভিডিওতে কাহরামানমারাস অঞ্চলের দুটি এলাকায় উদ্ধারকারীদের কাজ করতে দেখা গেছে। সেখানে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা তিন বোনকে বাঁচানোর চেষ্টা করছেন।
একই অঞ্চলে উদ্ধারকারীরা মঙ্গলবার ১৮ বছর বয়সী এক তরুণ এবং অপর এক ব্যক্তিকে ধ্বংসস্তূপ থেকে জীবিত টেনে তোলা হয়েছে। এর আগের দিন সেখান থেকে ১৮৫ ঘণ্টা আটকে থাকা ১০ বছর বয়সী এক মেয়েকে উদ্ধার করা হয়।
আল-জাজিরা অনলাইন জানিয়েছে, তুরস্কের দক্ষিণের শহর হাতায়া থেকে মঙ্গলবার ২০৩ ঘণ্টা পর এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের খুঁজে বের করতে কুকুরকে কাজে লাগানো হচ্ছে। এই কুকুরগুলো নিরাপত্তা বাহিনী এবং জরুরি দলগুলিকে সহায়তা করার জন্য বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত।