নকল বিলাসবহুল ঘড়ি বিক্রি করে কোটি কোটি টাকা উপার্জন করেছেন তিনি। শেষ পর্যন্ত তাকে এখন ফ্রান্সের আদালতে বিচারের মুখোমুখি হতে হচ্ছে।
জুলিয়েন ভি নামের এই ব্যক্তির ডাকনাম ‘নকলের রাজপুত্র’। ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে থাইল্যান্ড থেকে ফ্রান্সে নকল ঘড়ি বিক্রির নেটওয়ার্ক পরিচালনার কথা স্বীকার করেছেন তিনি।
তিনি তদন্তকারীদের জানিয়েছেন, চীনের প্রতিষ্ঠানগুলো তার জন্য প্রতিদিন ১০টি ঘড়ি তৈরি করে-যার বেশিরভাগই বিলাসবহুল সুইস ব্র্যান্ড রোলেক্সের নকল। ১২ হাজার ঘড়ি বিক্রি করে তিনি কামাই করেছেন ৩৩ লাখ ডলার প্রায় (৩৬ কোটি টাকা)।
তবে ঘড়ি বিশেষজ্ঞ মিশেল ভিটিনি জানিয়েছেন, তার বিশ্বাস জুলিয়েন ভি ‘অন্তত ৫০ হাজার’ নকল রোলেক্স বিক্রি করেছেন।
জুলিয়েন ভি জানিয়েছেন, তারা ঘড়িগুলোর মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যেটি আসল রোলেক্স ঘড়ির থেকে কার্যত আলাদা করা যায় না। ‘গ্রাহককে কী খুশি করে’ এর উপর নির্ভর করে তিনি ঘড়িকে ‘সম্পূর্ণ বাস্তব বা সম্পূর্ণ নকল করতে পারেন।’ চীনে তৈরি একটি বিশ্বাসযোগ্য রোলেক্স রেপ্লিকার দাম ছিল ৫০০ ইউরো। তবে এতে প্রকৃত সিরিয়াল নম্বর খোদাই করা থাকলে এর দাম ১ হাজার ৩০০ ইউরো পর্যন্ত হতে পারে।
রোলেক্সের একটি আসল ঘড়ির দাম ৫ হাজার থেকে ৭০ হাজার ইউরো পর্যন্ত। ব্যবহৃত ঘড়ির বাজারে অবশ্য এরচেয়ে কম দামে রোলেক্সের ঘড়ি পাওয়া যায়।