দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন সাকিব আল হাসান। ৬৪ বলে ৭টি চার ও ৩ ছক্কায় ৭৭ রান করে আউট হন। এর মধ্য দিয়ে ওয়ানডে ক্যারিয়ারের নতুন মাইলফলক স্পর্শ করেন। করেন ফিফটির ফিফটি হয়েছে। অর্থাৎ ওয়ানডে ক্যারিয়ারে এটা সাকিবের ৫০তম ফিফটি।
২০০৬ সালে ওয়ানডে অভিষেক হয় সাকিবের। ২০২২ সালে এসে ফিফটির ফিফটি স্পর্শ করলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। ৫০টি ফিফটির পাশাপাশি ওয়ানডেতে তার ৯টি সেঞ্চুরিও রয়েছে।
সাকিবের ৫০টি ফিফটির ২৪টি এসেছে তিন দেশের বিপক্ষে। দেশ তিনটি হলো- ভারত, উইন্ডিজ ও জিম্বাবুয়ে। প্রত্যেক দেশের বিপক্ষে ৮টি করে হাফ সেঞ্চুরি করেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে করেন ৬টি। ৪টি করে হাফ সেঞ্চুরি আছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে।