গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে মাহেন্দ্র সিং ধোনি ২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলের প্রত্যেক আসরেই খেলার নজির স্থাপন করেছিলেন। ওই ম্যাচে ব্যাট হাতে ৭ বলে ১ চার ও ১ ছক্কায় ১৪ রান করেন নতুন এক মাইলফলক স্পর্শ করার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন বর্ষীয়ান এই ক্রিকেটার।
সোমবার রাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে অষ্টম ব্যাটসম্যান হিসেবে পাঁচ বল বাকি থাকতে মাঠে নামেন তিনি। তার মধ্যে ৩ বল খেলে ২ ছক্কায় ১২ রান করে আউট হন। এর মধ্য দিয়ে ছুঁয়ে ফেলেন নতুন মাইলফলক।
আইপিএলের ইতিহাসে সপ্তম ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মাহি। তার মোট রান এখন ৫০০৪। স্ট্রাইক রেট ১৩৫.৫৩। গড় ৩৯.০৯। ২৪টি হাফ সেঞ্চুরি থাকলেও নেই কোনো সেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ অপরাজিত ৮৪।
চেন্নাই সুপার কিংস ও রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে আইপিএলের সবগুলো আসরে খেলা ধোনি মোট ম্যাচ খেলেছেন ২৩৬টি। তার মধ্যে ২০৮ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন। নট আউট ছিলেন ৮০ ইনিংসে।
২২৪ ম্যাচ খেলে ৬ হাজার ৭০৬ রান করে এই তালিকায় শীর্ষে আছেন বিরাট কোহলি। কোহলির পরেই আছেন শিখর ধাওয়ান (৬২৪৪), ডেভিড ওয়ার্নার (৫৯৩৭), রোহিত শর্মা (৫৮৮০), সুরেশ রায়না (৫৫২৮) ও এবি ডি ভিলিয়ার্স (৫১৬২)।
ধোনির মাইলফলক ছোঁয়ার ম্যাচে ১২ রানের দারুণ জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠ এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে চেন্নাই আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের ৫৭ ও ডেভন কনওয়ের ৪৭ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ২১৭ রান সংগ্রহ করে। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসও কম যায়নি। জবাব দিতে নেমে তারা ৭ উইকেট হারিয়ে ২০৫ রানে গিয়ে থামে।
ব্যাট হাতে ১৯ রান ও বল হাতে ২৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন চেন্নাই সুপার কিংসের মঈন আলী।