রেজাউল ইসলাম:অন্টারিও আগামী নভেম্বরের মধ্য ভাগ থেকে লং-টার্ম কেয়ার স্টাফ,সাপোর্ট ওয়ার্কার এবং ভলেন্টিয়ারদেরকে বাধ্যতামূলকভাবে পুরোপুরি ভেক্সিনেটেড হতে হবে মর্মে ঘোষণা দিয়েছে। লং-টার্ম কেয়ার মন্ত্রী রড ফিলিপ্স শুক্রবার বিকেলে কুইন্স পার্কে এই ঘোষণা দিয়ে বলেন যে, অনেক হোমে ডেল্টা ভ্যারিয়েন্টের ঝুঁকি বিবেচনায় রেখে ভ্যাক্সিনের হার খুবই নিন্ম।
মন্ত্রী বলেন, বর্তমানে ৬২৬ টির মধ্যে ৩৬৭ টি হোমের স্টাফদের মধ্যে ভ্যাক্সিনের হার ৯০ শতাংশের কম , সব চেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে ৯৯ টি হোমের স্টাফদের মধ্যে ভ্যাক্সিনের হার ৮০ শতাংশের নিচে। “আমরা সব লং-টার্ম কেয়ারে থাকা আবাসিকদের এবং সকল কর্মচারীদেরকে যে যেই আবাসনেই থাকুক অথবা কাজ করুক না কেন সবাইকেই রক্ষা করতে চাই এবং লং-টার্ম আবাসিক ব্যবস্থায় ভ্যাক্সিনের হারের যে প্রমান পাচ্ছি তা গ্রহণযোগ্য নয়। ফিলিপ্স আরো বলেন, একটি লং-টার্ম আবাসনে ভ্যাক্সিনের হার ৪০ শতাংশের নিচে। স্টাফ, সাপোর্ট ওয়ার্কার, স্টুডেন্ট এবং ভলেনটিয়াররা আগামী নভেম্বারের ১৫ তারিখ পর্যন্ত কোভিড-১৯ এর জন্য দুই ডোজ ভ্যাক্সিন নেওয়ার প্রমান অথবা ভ্যালিড মেডিক্যাল অব্যাহতি প্রদর্শনের সময় পাবেন। যদি তারা প্রমান দিতে না পারেন তবে তারা প্রবেশাধিকার পাবেন না।
ফিলিপ্স বলেন, যেহেতু প্রভিন্স লং-টার্ম কেয়ার স্টাফদের হায়ার করে না সেহেতু প্রতিটি স্টাফের এমপ্লয়মেন্ট স্ট্যাটাসের ক্ষেত্রে তাদের অপারেটররা সিদ্ধান্ত গ্রহন করবে। নতুন যারা হায়ার হবেন তাদেরকে কাজে যোগদানের আগেই পুরোপুরি ভ্যক্সিনেটেড হতে হবে যদি না তাদের কোন ভ্যালিড মেডিক্যাল অব্যাহতি থাকে।