নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।এ নিয়ে এখন পর্যন্ত এই জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫০৬ জনে।
বুধবার (৮ জুলাই) সকালে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এসব তথ্য নিশ্চিত করেছেন।
নতুন শনাক্তদের মধ্যে রয়েছেন- নরসিংদী সদরে ১০ জন ও রায়পুরা উপজেলায় ১ জন।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, গত ৬ জুলাই মোট ৪২ জনের নমুনা পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীতে ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) ও কোভিড-১৯ সার্ভেইল্যান্স এর আওতায় আইসিডিডিআরবিতে পাঠানো হয়।এসব নমুনা পরীক্ষার ফলাফলে আইপিএইচ এর পাঠানো ৩০টি নমুনার মধ্যে পজিটিভ আসে ৭টি ও আইসিডিডিআরবিতে পাঠানো ১২টি নমুনার মধ্যে পজিটিভ আসে ৪টি।
এখন পর্যন্ত এই জেলায় মোট আক্রান্তদের মধ্যে রয়েছেন- সদর উপজেলায় ৯৪০ জন, শিবপুর উপজেলায় ১৩৯ জন, পলাশ উপজেলায় ১২৭ জন, রায়পুরা উপজেলায় ১১৯ জন, বেলাব উপজেলায় ৯২ জন ও মনোহরদী উপজেলায় ৮৯ জন।
এই জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজর ১৯০ জন।মারা গেছেন ৩৭ জন।