সামরিক টহলের সময় নাইজারে অতর্কিত হামলার ঘটনায় ১৬ সেনা নিহত হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত ও একজন নিখোঁজ রয়েছে। মালি সীমান্তের কাছে অবস্থিত তাহুয়া অঞ্চলে ওই হামলার ঘটনা ঘটেছে।
তাহুয়ার কর্মকর্তা ইব্রাহিম মিকো টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, দস্যুদের হামলায় ১৬ সেনা নিহত হয়েছেন, ছয়জন আহত এবং একজন নিখোঁজ রয়েছেন।
সামরিক টহলে হামলার ঘটনায় কমান্ডার লে. মামান নামিওয়া নিহত হয়েছেন। ওই কর্মকর্তার দাফনে উপস্থিত ছিলেন ইব্রাহিম মিকো।
পশ্চিম নাইজারের তাহুয়া অঞ্চলটি মালি এবং বুরকিনা ফাসো সীমান্তে অবস্থিত। ২০১২ সাল থেকেই ওই অঞ্চলে সহিংসতার ঘটনা বেড়ে গেছে।
এর আগে গত মার্চে মালি সীমান্তের কাছে নাইজারের তিন গ্রামে বিদ্রোহীদের হামলায় ১৪১ জন নিহত হয়। সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে এটাই সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।