নাইজেরিয়ার ওন্ডো রাজ্যে একটি ক্যাথলিক গির্জায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত সাত জন নিহত হয়েছে। রোববার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রয়টার্স।
রাজ্যটির দক্ষিণ-পশ্চিমের শহর ওও’র একটি হাসপাতালের চিকিৎসক রয়টার্সকে বলেছেন ‘বেশ কয়েক জন প্রার্থনাকারীকে মৃত অবস্থায় আনা হয়েছিল।’
ওন্ডো রাজ্যের পুলিশের মুখপাত্র ফানমিলায়ো ইবুকুন ওদুনলামি বলেছেন, ‘আজ ওওতে সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে একটি ঘটনা ঘটেছে।’
স্থানীয় গণমাধ্যম বলছে, বন্দুকধারীরা প্রার্থনাকারীদের লক্ষ্য করে গুলি চালায় এবং গির্জায় বিস্ফোরক ছুড়ে মারা হয়েছিল।
ওন্দো রাজ্যের গভর্নর আরাকুনরিন ওলুওয়ারোটিমি আকেরেদোলু বলেছেন, ‘ওওর নিরপরাধ লোকদের বিনা প্ররোচনায় হামলা ও হত্যা করা হয়েছে।…আমরা এই হামলাকারীদের খুঁজে বের করতে এবং তাদের শাস্তি দিতে সব ধরনের ব্যবস্থা নেব।’