পাঁচ হাজারেরও বেশি গর্ভবতী রুশ নারী নাগরিকত্ব পাওয়ার জন্য আর্জেন্টিনায় প্রবেশ করেছেন। এদের মধ্যে গত বৃহস্পতিবারই একটি ফ্লাইটে ৩৩ জন আর্জেন্টিনা গেছেন।
ন্যাশনাল মাইগ্রেশন এজেন্সি জানিয়েছে, এই নারীরা সবাই গর্ভাবস্থার শেষ সপ্তাহে আর্জেন্টিনা এসে পৌঁছেছেন। তারা আর্জেন্টিনার নাগরিকত্ব পাওয়ার জন্য তাদের সন্তানদের আর্জেন্টিনায় জন্মগ্রহণ করা নিশ্চিত করতে চান।
মাইগ্রেশন এজেন্সির প্রধান ফ্লোরেন্সিয়া ক্যারিগানো জানিয়েছেন, বৃহস্পতিবার একটি ফ্লাইটে আর্জেন্টিনার রাজধানীতে আসা ৩৩ জন নারীর মধ্যে তিনজনকে ‘তাদের কাগজপত্রের সমস্যার’ কারণে আটক করা হয়েছে। আগের দিন আসা আরও তিনজনেরও এই সমস্যা ছিল।
তিনি বলেন,‘রুশ নারীরা প্রাথমিকভাবে দাবি করেছিলেন যে তারা পর্যটক হিসেবে আর্জেন্টিনা সফর করছেন। কিন্তু দেখা গেছে, তারা এখানে পর্যটন কর্মকাণ্ডে জড়িত হতে আসেনি। তারা নিজেরাই পরে স্বীকার করেছে।’
ক্যারিগানো জানান, রুশ তাদের সন্তানদের জন্য আর্জেন্টিনার নাগরিকত্ব পেতে চেয়েছিলেন। কারণ আর্জেন্টিনার পাসপোর্ট রুশ পাসপোর্টের চেয়ে বেশি স্বাধীনতা দেয়।
তিনি বলেন, ‘সমস্যা হল তারা আর্জেন্টিনায় আসে, তাদের সন্তানদের আর্জেন্টিনার নাগরিক হিসাবে নিবন্ধন করে এবং চলে যায়। আমাদের পাসপোর্ট সারা বিশ্বে খুবই নিরাপদ। এটি পাসপোর্টধারীদের ১৭১টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে দেয়।’