রাশিয়ার ‘আগ্রাসনের’ বিরুদ্ধে লড়াই করতে সাধারণ নাগরিকদের অস্ত্র বহনের অনুমতি দিতে যাচ্ছে ইউক্রেন।
বুধবার দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি খসড়া আইনের অনুমোদন দেওয়া হয়েছে।
খসড়া আইনটির লেখকরা বলেছেন, ‘সম্পূর্ণরূপে রাষ্ট্র ও সমাজের স্বার্থে এই আইনটি প্রণয়ন করা হয়েছে।…ইউক্রেনের নাগরিকদের জন্য বিদ্যমান হুমকি এবং বিপদের কারণে’ এটি প্রয়োজন।
আঞ্চলিক নিরাপত্তা নিয়ে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ইউরোপ। গত এক মাস ধরে এই অঞ্চলের দেশ ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সম্পর্কের টানপোড়েন চলছে। সর্বশেষ সোমবার বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা ইউক্রেনের দুটি অঞ্চলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এছাড়া মঙ্গলবার ওই দুটি অঞ্চলে সেনা মোতায়েনের কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।