সাজা স্থগিতের শর্ত লংঘনের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সেই নাভালনিকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে মস্কোর একটি আদালত।
অর্থ আত্মসাতের মামলায় স্থগিত দণ্ড চলাকালে নাভালনির নিয়মিত পুলিশের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল, যা তিনি লংঘন করেছেন বলে অভিযোগ করা হয়।জালিয়াতির মামলায় নাভালনির স্থগিত সাজা কারাদণ্ডে রূপান্তর করা হয়। ইতিমধ্যে এক বছর গৃহবন্দি দশায় কাটিয়েছেন নাভালনি। রায় অনুযায়ী, ওই এক বছর মোট কারাদণ্ড থেকে বাদ যাবে।
যদিও মামলাটিকে বানোয়াট হিসেবে বর্ণনা করেছেন নাভালনি এবং আদালতে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিষ প্রয়োগকারী হিসেবে আখ্যায়িত করেছেন।নাভালনির কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন নাভালনির আইনজীবী।
তার সাজা ঘোষণার কঠোর সমালোচনা করেছে আন্তর্জাতিক মহল। তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।