সম্পর্ক ডেস্ক:-সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়তায় করোনাভাইরাসে মৃত্যু হয় নিশাত আফছা চৌধুরী (২৮) নামের এক গৃহবধূর।
নিশাত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে স্বামী আফাজুর রহমান চৌধুরী ফাহাদের সঙ্গে বসবাস করতেন। তাদের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের করের গ্রামে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর দুইদিনে আগে জ্বর-কাশি নিয়ে যুক্তরাষ্ট্রের কুইন্স হাসপাতালে ভর্তি হন। নিশাতের স্বামী ফাহাদ জানান, নিউইয়র্কে পার্ক মুসলিম ফিনারেল সেন্টারের তত্ত্বাবধানে নিশাতের জানাযা শেষে নিউজার্সিতে অবস্থিত কুলাউড়া সমিতির কবরস্থানে তাকে দাফন করা হবে।