নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ। কাউন্সিলের ইতিহাসে তিনিই প্রথম মুসলিম নারী বলে জানিয়েছে কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যম।
ব্রুকলিনে অনুষ্ঠিত কাউন্সিল ডিস্টিক্ট-৩৯ থেকে ৮৯ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন শাহানা। তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থী পেয়েছেন মাত্র ৮ শতাংশ ভোট।
শাহানার পৈত্রিক বাড়ি বাংলাদেশের চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ হানিফের জ্যেষ্ঠ কন্যা। শাহানা দীর্ঘদিন ধরে ব্রুকলিনের রাজনীতিতে সম্পৃক্ত।
নির্বাচনে জয়ের পর এক বিবৃতিতে শাহানা বলেছেন, ‘নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের ইতিহাসে প্রথম নারী মুসলিম সদস্য এবং ডিস্ট্রিক্ট ৩৯ থেকে প্রথম নির্বাচিত নারী হয়ে আমি সম্মানিত বোধ করছি। আমরা এমন একটি শহর তৈরি করতে চাই যা তার সবচেয়ে অরক্ষিতদের সুরক্ষা দেবে, এমন একটি শহর যেখানে ন্যায়সঙ্গত শিক্ষা রয়েছে, একটি শহর যেখানে জলবায়ু সংকট নিরসনে বিনিয়োগ করা হয়েছে, যা স্থানীয় ও সমাজের মানুষদের দিয়ে পরিচালিত, এমন একটি শহর যেখানে আমাদের অভিবাসী প্রতিবেশীরা শুনতে ও থাকতে নিরাপদ বোধ করে।’