বলিউডের জনপ্রিয় একজন অভিনেতা সালমান খান। বলিউড পাড়ায় তার আধিপত্যের কথা কারো অজানা নয়। অসংখ্য অভিনেতা-অভিনেত্রীকে কাজের সুযোগ দিয়ে প্রতিষ্ঠা পেতে সহযোগিতা করেছেন সালমান খান। আপাতদৃষ্টিতে ঠান্ডা স্বভাবের মনে হলেও, অনুষ্ঠানের মঞ্চ কিংবা সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনেকবার রেগে যেতে দেখা গেছে সালমান খানকে।
প্রায় কেন রেগে যান সালমান? এমন প্রশ্ন তার অনেক ভক্তের মনে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সালমান খান। এ অভিনেতা বলেন—আসলে রাগ করা ভালো। যখন কোনো পক্ষ নিতে হয়, তখন রেগে যাওয়া প্রয়োজন। আবার যখন নিজের ওপরে রেগে যাই, তখন তা আমাকে আরো এগিয়ে নিতে সাহায্য করে।
সালমান খানের মতে, রাগ আর মেজাজ এক নয়। বিষয়টি ব্যাখ্যা করে এ অভিনেতা বলেন—মেজাজ অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এটা খারাপ। আমি মেজাজ হারাই না। কিন্তু মাঝে মাঝে ভীষণ রেগে যাই।
করোনা মহামারির কারণে ভারতে লকডাউন শুরুর পর প্যানভেলে অবস্থিত খামারবাড়িতে ছিলেন সালমান খান। এরপর কিছুদিন আগে তার ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার শুটিং করেছেন। বর্তমানে ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের সঞ্চালনা নিয়ে ব্যস্ত এই অভিনেতা।