দেবারতি ভট্টাচার্য,কোলকাতা।
তোমার কবিতার গা থেকে, ক্রমাগত
খসে পড়ছে নৈঃশব্দ
ধাক্কা দিয়ে যাচ্ছে অর্ন্তজালে
তুমুল ধাক্কায় খুলে গেছে সব বন্ধ দোর কপাট
রঙিন পালক উড়ছে জানালায়
মুমূর্ষ দেহে শিশির-বৃষ্টি
চোখের পাতার ঝাপটায় নিভে গেছে অবশিষ্ট আলোরা
নিঝুম ঠোটেঁর ফাটলে ফাটলে ফুটে উঠেছে
সীমান্ত ডিঙানো ক্ষণিকের মঞ্জরি…