স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল বলেছেন, আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হবে। জনগণ আনন্দমুখর পরিবেশে নির্বাচনে অংশ নেবে। আমরা উগ্রবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ নির্মূল করেছি।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে শহরের নোমানী ময়দানে জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহর সভাপতিত্বে উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ সব কথা বলেন।
আসাদুজ্জমান খান কামাল বলেন, আমরা বিগত নির্বাচনে দেখেছি, কেউ যদি সন্ত্রাসবাদ করে; তার জবাব জনগণই দেয়। এখন জনগণ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ পছন্দ করে না। জনগণ চাই সকল দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচন। যেখানে জনগণ তাদের ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করবে।
জেলা আওয়ামী লীগ ও জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দলীয় সমাবেশে যোগ দিতে হেলিকপ্টারে মাগুরায় আসেন আসাদুজ্জামান খান কামাল।
জনসভায় যোগদানের পূর্বে মাগুরা স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধীদলীয় নেতাকর্মীদের দমনে মিথ্যা ও গায়েবি মামলা বেড়েছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনা ঘটলে মামলা হয়, না ঘটলে হয় না।
তিনি বলেন, বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানি করা হচ্ছে না। যাদের নামে নিয়মিত মামলা আছে এবং যারা অভিযুক্ত পুলিশ শুধু তাদের গ্রেপ্তার করছে। এখানে কে বিরোধী দল, কে অন্য দল পুলিশ সেটা দেখছে না। পুলিশ নিয়ম অনুযায়ী তাদের কর্মকাণ্ড চালাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আন্দোলন সামনে রেখে বিরোধীদের ধরপাকড় বেড়েছে এ অভিযোগ সত্য নয়। পুলিশের নিয়মিত কর্মকাণ্ড আছে, যাদের নামে আদালত থেকে ওয়ারেন্ট বের হয় কিংবা যারা অভিযুক্ত হন কিংবা কেউ যখন কারও বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে মামলা করেন, তাদের পুলিশ গ্রেপ্তার করে। এখানে কে বিরোধী দল, কে অন্য দল এটা দেখে না। এটা পুলিশের নিয়মিত কর্মকাণ্ড।
বিরোধীদের দমনে মিথ্যা মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে কি না— এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, প্রশ্নই ওঠে না। মামলা মিথ্যা হলে তো পুলিশই দেখে। পুলিশ দেখে যেটা মিথ্যা ঘটনা হয়, সেটা এফআরটি দিয়ে দেয়। অনুসন্ধানের আগে তো কোনটা মিথ্যা, কোনটা সত্য বলা সম্ভব নয়। আমার মনে হয়, ঘটনা ঘটলে মামলা হয়, না ঘটলে মামলা হয় না।
জনসভায় প্রধান বক্তা ছিলেন মাগুরা–১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদার ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নির্মল কুমার চ্যাটার্জী প্রমুখ। এর আগে পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।