সময়ের হিসেবে পার হয়েছে ৩৬ বছরের বেশি। এখনো ছিয়াশির বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার হাত দিয়ে গোল করার সেই দৃশ্যটি উন্মাদনা ছড়ায়। যা ‘হ্যান্ড অব গড’ তথা ঈশ্বরের গোল নামে পরিচিত। ২০০২ সালে ফিফার জরিপে ম্যারাডোনার ওই গোল ‘শতাব্দীর সেরা গোল’ হিসেবে নির্বাচিত হয়।
বহুল আলোচিত সেই ‘হ্যান্ড অব গড’ গোলের বলটি এবার উঠছে নিলামে। বলটির দাম অন্তত ২.৫ মিলিয়ন পাউন্ড পর্যন্ত উঠবে বলে আশা করা হচ্ছে। তাতে বাংলাদেশি মুদ্রায় এই বলের মূল্য দাঁড়াবে ২৮ কোটি টাকারও বেশি। নিলামটি পরিচালনার দায়িত্বে থাকবে বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান গ্রাহাম বাড।
এতোদিন এই বল ছিল সেই ম্যাচের তিউনিশিয়ান রেফারি আলী বিন নাসেরের কাছে। নিলামে তোলার ব্যাপারে এই রেফারি বলেছেন, ‘এই বল ফুটবল ইতিহাসের একটা অংশ। বিশ্বের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার এটাই উপযুক্ত সময়।’
আলোচিত বলটি আগামী ১৬ নভেম্বর নিলামে তোলা হবে। তবে অনলাইন নিবন্ধনের মাধ্যমে ২৮ অক্টোবর থেকেই বিড করতে পারবেন আগ্রহীরা ক্রেতারা।
এর আগে চলতি বছরের মে মাসে নিলামে রেকর্ড দামে বিক্রি হয় ম্যারোডোনার ‘হ্যান্ড অব গড’ জার্সি। মেক্সিকোয় ১৯৮৬ বিশ্বকাপে যে জার্সি পরে ম্যারোডোনা ‘হ্যান্ড অব গড’ গোলটি করেছিলেন, নিলামে সেই জার্সিটির মূল্য উঠে ৭১ লাখ ৪২ হাজার ৫০০ পাউন্ড। যা সর্বোচ্চ দামে জার্সির বিক্রির রেকর্ড।
তার আগে ম্যাচে পরা কোনো জার্সির নিলামে সর্বোচ্চ মূল্য উঠেছিল ৫৬ লাখ ৪০ হাজার ডলার। ২০১৯ সালে নিউ ইয়র্ক ইয়াঙ্কিজ কিংবদন্তি বেব রুথের বেসবল জার্সি এই দামে বিক্রি হয়।