ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চল থেকে সেনাবাহিনীর পিছু হটার হওয়ার পরেও নিশ্চুপ রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ব্যাপারে শুধু পুতিনই নন, বরং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোয়েগুও কোনো মন্তব্য করেননি। রোববার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের সেনাদের হামলার মুখে শনিবার খারকিভ প্রদেশের ইজিয়াম থেকে পিছু হটে রুশ সেনারা। মার্চ মাসে কিয়েভ থেকে সৈন্যদের ফিরিয়ে নেওয়ার পর থেকে খারকিভ ইজিয়ামের দ্রুত পতন ছিল মস্কোর সবচেয়ে খারাপ পরাজয়। হাজার হাজার রাশিয়ান সৈন্য গোলাবারুদ মজুদ এবং সরঞ্জাম রেখে পালিয়ে গেছে।
রুশ সেনাবাহিনীর এই পিছু হটার বিষয়ে মুখ খুলেছেন চেচেন নেতা রমজান কাদিরভ। ইউক্রেন যুদ্ধে চেচেন যোদ্ধাদের সঙ্গে নিয়ে অংশ নিয়েছেন রমজান। ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বার্তায় রমজান পরাজয়ের বিষয়টি অস্বীকার করেছেন। তবে তিনি বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে অভিযান পরিকল্পনা অনুযায়ী হয়নি।
তিনি বলেছেন, ‘যদি আজ বা কাল বিশেষ সামরিক অভিযান পরিচালনায় পরিবর্তন না করা হয়, আমি বাধ্য হব দেশটির নেতৃত্বের কাছে গিয়ে পরিস্থিতি ব্যাখ্যা করতে।’
রুশ জাতীয়তাবাদী যোদ্ধা এবং গোয়েন্দা সংস্থা এফএসবির সাবেক কর্মকর্তা ইগর গিরকিন প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোয়েগুর তীব্র সমালোচনা করে তাকে ‘পুতুল মার্শাল’ বলে আখ্যা দিয়েছেন। তার দাবি, সারাদেশে সেনা সমাবেশের ঘোষণা দেওয়া হলে ইউক্রেনে পরাজিত হবে রাশিয়া।