রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের যদি রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে মস্কো সংগঠনটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে প্রস্তুত।
আজ শুক্রবার রাশিয়ার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পোস্ট করা একটি সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়, মস্কো এখন ইইউ-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দিকে এগিয়ে যাবে কিনা?
এই প্রশ্নের উত্তরে ল্যাভরভ বলেন, ‘আমরা বিশ্ব থেকে আলাদা হতে চাই না।কিন্তু, এজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আপনি যদি শান্তি চান তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।’ আমাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হলে জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে প্রস্তুত আমরা।আমরা এই বাস্তবতা নিয়ে এগিয়ে যাচ্ছি।
বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয় যে রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনি ইস্যুকে কেন্দ্র করে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ওই খবরের পরিপ্রেক্ষিতে ল্যাভরভ এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।